অপুর কাছে শাহরুখ, বুবলীর মহারাজা শাকিব!

অপুর কাছে শাহরুখ, বুবলীর মহারাজা শাকিব!

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন শুক্রবার (২৮ মার্চ)। ১৯৮৩ সালের এই দিন নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে জায়গা করে নিতে শুরু করেন ২০০৭ সাল থেকে।

আর ব্যক্তিজীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন তিনি। এই দুই নায়িকার সন্তানের বাবাও হয়েছেন তিনি। তবে কারো সঙ্গেই সংসার জীবন স্থায়ী করতে পারেননি। অপু-বুবলী দুজনেই এখন শাকিবের জীবনে অতীত হলেও শাকিবের প্রতি প্রাক্তন দুই স্ত্রীর ভালোবাসা এখনো কমেনি। তাই তো এবার শাকিব খানের জন্মদিনে প্রথম প্রহরে তাকে শুভেচ্ছা জানালেন অপু-বুবলী।

শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান। ’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লেখেন- ‘আমার শাহরুখ খান। ’

অন্যদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লেখেন- ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। ’ মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যেই সিনেমাটি মুক্তির প্রস্ততি প্রায় অনেকটাই এগিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS