ঈদ ‘আনন্দমেলা’য় রুনা লায়লার গান, মৌ, তিশাদের নাচ

ঈদ ‘আনন্দমেলা’য় রুনা লায়লার গান, মৌ, তিশাদের নাচ

ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের আয়োজনে বিশেষ চমক হিসেবে থাকছে আলোচিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাচ পরিবেশনা।তিশা ছাড়াও একই আয়োজনে নাচবেন সাদিয়া ইসলাম মৌ আর শবনম বুবলী। জনপ্রিয় নয়টি গানের কোলাজের সঙ্গে তারা জমকালো নাচ পরিবেশন করবেন।

এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করছেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা-এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি।

গানের আয়োজনে বড় চমক হয়ে থাকছেন রুনা লায়লার পরিবেশনা। তিনি শোনাবেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। এছাড়া ইমরান ও কণার কণ্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করবেন সালমা, ঐশি ও গামছা পলাশ। বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা।

এছাড়াও অনুষ্ঠানটিতে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS