খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ঠাঁই পেলেন যারা 

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ঠাঁই পেলেন যারা 

মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও শেখ আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন – জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিম কুমার সাহা ও এনামুল হক সজল।

এছাড়া বাকি সদস্যরা হলেন – আমির এজাজ খান, এস এম মনিরুল হাসান বাপ্পী, ডা. গাজী আব্দুল হক, মোস্তফা উল বারী লাভলু, শেখ আব্দুর রশিদ, এস এ রহমান বাবুল, চৌধুরী কাওসার আলী, আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, টিকু রহমান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, অ্যাডভোকেট  আব্দুস সবুর, মোল্লা মাহবুবর রহমান, আনিসুর রহমান, শেখ আজগর আলী, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শাকিল আহমেদ দিলু, মোল্লা এনামুল কবির, শামসুল আলম পিন্টু, নাজমুস সাকির পিন্টু, ওয়াহিদ ইমরান, সরোয়ার হোসেন, জি এম রফিকুল হাসান, মো. ইকবাল শরীফ, আরিফুর রহমান আরিফ, সেলিম সরদার, রবিউল ইসলাম হোসেন, অহিদুজ্জামান রানা, মো. হাফিজুর রহমান, শাহানুর রহমান আরজু, ইলিয়াস মল্লিক, মল্লিক আব্দুস সালাম, মনির হাসান টিটো, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, আব্দুল  মালেক, এম শাহাদাত হোসেন, এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, সাইদ বিশ্বাস, আশরাফুল ইসলাম নুর, আসাফুর রহমান পাইলট, এস এম এমাদুল ইসলাম, নিত্যনন্দ, নাসিমা আক্তার পলি, মোল্লা রিয়াজুল ইসলাম, আতিক নেওয়াজ চঞ্চল, মো. আছাফুর রহমান ও শফিক আহমেদ মেসবাহ।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন কারণে ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রায় তিন মাস কমিটি ছাড়া খুলনা জেলা বিএনপির কাজ মুখ থুবড়ে পড়ে। পরে  ১৩ ডিসেম্বর খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিন সদস্যবিশিষ্ট কমিটিতে জেলা বিএনপির আগের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্যসচিব করা হয়েছে। কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS