উপাধ্যক্ষ খুনের ঘটনায় রুপা-নাজিমের স্বীকারোক্তি

উপাধ্যক্ষ খুনের ঘটনায় রুপা-নাজিমের স্বীকারোক্তি

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার কথিত ভাবী রুপা বেগম ওরফে জান্নাত ও ভাতিজা নাজিম হোসেন।  

বুধবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় পৃথকভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপ-পরিদর্শক জাহিদুল হাসান তাদের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিন আসামি রুপা বেগমের এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামি নাজিম হোসেনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

সিএমএম আদালতে উত্তরখান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে রুপা বেগম ও নাজিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরখান থানাধীন পুরানপাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রতিবেশীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সাইফুর রহমান ভূঁইয়া খুনের ঘটনায় তার ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ১১ মার্চ মামলা  করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS