রিজেন্সিতে ইফতার আয়োজন

রিজেন্সিতে ইফতার আয়োজন

পবিত্র রমজান মাসে রাজধানীর এয়ারপোর্ট সড়কে অবস্থিত হওয়ায় ইফতার প্রিয় মানুষদের পছন্দের তালিকায় রিজেন্সিই শীর্ষে রয়েছে। সারাদিন রোজা শেষে সন্ধ্যার আগে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে রিজেন্সিতেই ছুটে আসেন সবাই।

রমজানে ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ; যেখানে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেন্যু, কর্পোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস, ঈদ উপহারসহ আরও নানা চমক! 

সঙ্গে সিগনেচার মেন্যু হিসেবে, ঢাকা রিজেন্সি সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ ‘শাহন-আল-ইফতার’ অফার করছে, যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট।   

 এখানকার শরমা, হুমুস, মেহেন্দি ও কাবসা রোজাদারদের অত্যন্ত প্রিয়। এছাড়া শাহী হালিম, রেশমি জিলাপির প্রতিও ক্রেতাদের আগ্রহ কম নয়।  

বিস্তারিত জানতে কল করুন: 01713332511/ 01713332589 নম্বরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS