পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার

পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার

নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায়, পাগলের বেশ ধরে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করছে। খালিদ মাহমুদ হৃদয় বলছেন যে, হিজাব না পড়লে ধর্ষিত হবে এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর।  ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন। বিশেষ করে যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেখান উপস্থিত দুইজন মেয়েকে হিন্দু ধর্মের বলতে শোনা যায়। তাদের উদ্দেশ্য করে হিজাব বা বোরকা পরার কথার সাথে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত সনাতন ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা।

একইসঙ্গে সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছে, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টি ভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। এ কারণে আজ বিকেল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS