বিমা কোম্পানিতে চলতি দায়িত্বের সিইও থাকতে পারবেন না, আইডিআরএর নির্দেশনা

বিমা কোম্পানিতে চলতি দায়িত্বের সিইও থাকতে পারবেন না, আইডিআরএর নির্দেশনা

বিমা কোম্পানির চলতি দায়িত্বের মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) পদবি ব্যবহার করা যাবে না। গত বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশের সব জীবনবিমা ও সাধারণ বিমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে।

আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, কোনো বিমা কোম্পানিতে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব)’ হিসেবে কাউকে নিয়োগ করা যাবে না। ফলে কোনো কোম্পানিতে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব)’ পদবি কেউ ব্যবহার করতে পারবেন না।

মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব আইডিআরএর অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া যাবে। এ ধরনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)’ পদবি ব্যবহার করতে পারবেন। আইডিআরএর কাছে পাঠানো চিঠিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা বা মুখ্য নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) নিচের পদের কর্মকর্তা স্বাক্ষর করতে পারবেন না—এ কথাও বলা হয়েছে নির্দেশনায়।

২০২০ সালেও আইডিআরএ এক নির্দেশনায় বলেছিল, বিমা আইন অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ব্যক্তির নিয়োগ প্রস্তাব বা চুক্তি শেষ হওয়ার পর নিয়োগ নবায়ন প্রস্তাবে আইডিআরএর অনুমোদন নিতে হবে। আইডিআরএ অনুমোদন না দেওয়া পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা তিনি নিতে পারবেন না।

আইডিআরএর অনুমোদিত পদ হচ্ছে মুখ্য নির্বাহী কর্মকর্তা। জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনে ‘ব্যবস্থাপনা পরিচালক’ পদবি ব্যবহার করা গেলেও অন্য সব বিমা কোম্পানিতে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা’ পদই ব্যবহার করতে হবে।

দেশে ৮২টি বিমা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে জীবনবিমা ৩৬টি ও সাধারণ বিমা ৪৬টি। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিমা খাতের অবদান মাত্র শূন্য দশমিক ৪৬ শতাংশ, যেখানে ভারতে ৪ দশমিক ২ শতাংশ ও পাকিস্তানে শূন্য দশমিক ৯১ শতাংশ। আইডিআরএর তথ্যানুসারে, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৭১ লাখ ১০ হাজার মানুষ বিমার আওতায় আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS