ছুটির দিনে জমজমাট আইসিসিবির ইফতার বাজার

ছুটির দিনে জমজমাট আইসিসিবির ইফতার বাজার

পবিত্র রমজান মাসের প্রথম ছুটির দিন শুক্রবার (৭ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পুরান ঢাকার ইফতার বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বর্তমানে এই ইফতার বাজারটি নতুন ঢাকার ভোজনরসিকদের অন্যতম জনপ্রিয় বাজারে পরিণত হয়েছে।

শুক্রবার বিকেলে আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিকেল ৪টার পর থেকেই এই ইফতার বাজারে ক্রেতাদের আনাগোনা শুরু হয়, ক্রেতারা তাদের পছন্দের খাবার কিনতে ব্যস্ত।

বাজারে ঐতিহ্যবাহী খাবার যেমন বিরিয়ানি, পরোটা, গরুর মাংস, কাবাব, জিলাপি, রসগোল্লাসহ বিভিন্ন রকমের ইফতারির সামগ্রী বেচাকেনার ধুম দেখা যায়।

এ বাজারে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট, রাইসা লাইভ জুস, জসিম উদ্দীন ক্যাটারিং, মাস্টার শেফ শুভ্রত আলি ক্যাটারিং সার্ভিস, ফুডিবক্স, রসুই ঘর, নাজিলাস কিচেন অ্যান্ড ক্যাটারিংসহ ২০টি খাবার প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এসব স্টলে পরিবেশন করা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে আধুনিক সব মুখরোচক পদ।

গুলশান থেকে আইসিসিবির পুরান ঢাকার ইফতার বাজারে আসা রুমানা আহমেদ বলেন, আমি প্রতি বছরই আইসিসিবির পুরান ঢাকার ইফতার বাজারে আসি। এখানকার খাবারের স্বাদ অন্যরকম। ইফতার সামগ্রী খাঁটি এবং স্বাস্থ্যসম্মত।  

আরেক ক্রেতা মনিরুজ্জামান বলেন, আমি পুরান ঢাকার ছেলে। কিন্তু ব্যবসার সুবাদে খিলক্ষেতে থাকায় এবং ব্যস্ততার কারণে পুরান ঢাকার ইফতার বাজারে যেতে পারি না। তাই আইসিসিবির এই বাজারে এসে পুরান ঢাকার ইফতারের স্বাদ উপভোগ করি।

দোকানিরাও বেশ খুশি ক্রেতাদের সাড়া পেয়ে। জসীমউদ্দিন ক্যাটারিংয়ের স্বত্বাধিকারী ইব্রাহীম হোসেন বলেন, ছুটির দিন হিসেবে আমাদের বিক্রি অনেক ভালো হয়েছে। ক্রেতাদের এমন সাড়া পেয়ে আমরা আনন্দিত।

আইসিসিবি কর্তৃপক্ষ জানায়, রমজান মাসজুড়ে প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে ইফতারের আগ পর্যন্ত এই বাজার চলবে। এখানে ক্রেতাদের জন্য গাড়ি পার্কিংসহ বসার এবং ইফতার করার সুব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS