বাস ইস্যুতে সরকারের ভূমিকা নেই, মিডিয়ার খবর অতিরঞ্জিত: প্রেস সচিব

বাস ইস্যুতে সরকারের ভূমিকা নেই, মিডিয়ার খবর অতিরঞ্জিত: প্রেস সচিব

নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিটি) সমাবেশে পিরোজপুরে জেলা প্রশাসকের সহায়তায় সরকারি বাস নিয়ে আসার ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিডিয়ার যেসব খবর আসছে তা অতিরঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (মার্চ ১) রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং-এ প্রেস সচিব এ কথা জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর বাসের সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ আসছে, পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে। এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে যে হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজেশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই।

প্রেস সচিব বলেন, পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কয়েকজন কয়েকটি বাস রিকুজেশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছিল। সেখানে তারা জুলাই বিপ্লবে যারা আহত ও নিহত হয়েছেন এমন পরিবারকে আনতে সহযোগিতা চান। তারা অনুরোধ করেছিল পাঁচটি বাস দিয়ে হেল্প করতে। সেই প্রেক্ষাপটে হয়তো বাসের ব্যাপারে হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোন জ্বালানি তেল বা অন্যান্য কোনো খরচ দেওয়া হয়নি বলেও ডিসি জানিয়েছেন।

শফিকুল আলম আরও বলেন, মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। দেশে আরও এ ধরনের আরও কোনো ঘটনা ঘটেছে কিনা সে ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন। তবে মিডিয়ায় যেসব খবর আসছে,  তার বেশিরভাগই অতিরঞ্জিত। এই বিষয়ে আমি মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা বলেছি, এতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নাই। অন্তর্বর্তী সরকার মনে করে, সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাবনায় গাছ কেটে ১০টি বাসে ডাকাতির খবরও অতিরঞ্জিত। পাবনা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনা সে রকম নয়। ডাকাতির ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশের টহল টিম উপস্থিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS