নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সড়ক অবরোধের ঘটনাকে ‘প্রোপাগান্ডা’ বলে মন্তব্য করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটি বলছে, একটি মহল বিশেষ উদ্দেশ্যে প্রশ্ন বহনকারী গাড়িসমূহকে অবরুদ্ধ করে রাখে এবং প্রশ্ন ফাঁসের প্রোপাগান্ডা ছড়ায়।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় একটি বিবৃতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি এ মন্তব্য করে।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ‘কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষা নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে। প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা কেন্দ্র ও খাতা মূল্যায়নের দায়িত্বও ছিলে তাদের।
এ পরীক্ষায় ১৫ কেন্দ্রে সর্বমোট ৩১ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী ছিল। দুটি কেন্দ্র- লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজে প্রশ্নপত্র বহন করা গাড়ি সড়কে যানজটে পড়ায় পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ২২ মিনিট পরে পৌঁছায়। পরীক্ষা শুরুর নির্ধারিত সময় ছিল বেলা ৩টা। তখন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা একদল মানুষ কোনো উসকানি ছাড়াই প্রশ্ন বহন করা গাড়িগুলোকে ভেতরে ঢুকতে না দিয়ে আটকে রাখে। তারা প্রশ্ন ফাঁসের প্রোপাগান্ডা ছড়াতে থাকে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই দুটি কেন্দ্র ছাড়া বাকি ১৩ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইবিএর সঙ্গে যোগাযোগ করে। তারা জানিয়েছে, তাদের প্রশ্ন বহনকারী গাড়িগুলো একদল লোক বেআইনিভাবে আটকে রাখে ও প্রশ্নপত্র ফাঁসের গুজব রটায়। ফলে তাদের পক্ষে ওই দুটি কেন্দ্রের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তারা এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে। ওই দুটি কেন্দ্রের বিষয়ে তারা সিদ্ধান্ত বিমান বাংলাদেশকে জানিয়ে দেবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনে করে, একটি মহল বিশেষ উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দুটি কেন্দ্রের প্রশ্ন বহন করা গাড়ি অবরুদ্ধ করে রাখে এবং প্রশ্নপত্র ফাঁসের প্রোপাগান্ডা ছড়ায়। এ সংক্রান্ত যেকোনো প্রোপাগান্ডার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছে বিমান।
যে দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেগুলোর ব্যাপারে আইবিএ নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিমানকে দেওয়া এক চিঠিতে আইবিএ বলেছে, আগামী ১৫ মার্চ একই কেন্দ্রে (লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজে) পরীক্ষা নেবে তারা।