আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার: মির্জা ফখরুল

আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করি খুব দ্রুততম সময় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা স্পষ্ট করে বলেছি আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।  

ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে প্রথম সংস্কার বিষয়ে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তার ওপর রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর সেটা নিয়ে কথা বলবে। একটা ঐক্য মতের ভিত্তিতেই সংস্কার করা হবে।

তিনি বলেন, আজকে সে সকল বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথা বলেছেন। আশা করি খুব দ্রুত সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে এবং খুব দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটি আমাদের প্রত্যাশা।
আমরা স্পষ্ট করে বলেছি আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় নির্বাচন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS