উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুরকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুরকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার সন্ধ্যায় ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা মামলায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই সাতজনের মধ্যে একজন হলেন মুজিবুর রহমান।

পরোয়ানা জারির তিন ঘণ্টা পরই মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার কথা জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। তিনি সাংবাদিকদের এক খুদে বার্তায় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মুজিবুর রহমানকে আজ বেলা সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর বিকেলে মুজিবুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ প্রথম আলোকে জানান, মুজিবুর রহমানের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সন্ধ্যায় ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মুজিবুর রহমান উত্তরা পূর্ব থানায় গত ১ আগস্ট পর্যন্ত কর্মরত ছিলেন বলেও জানান সুলতান মাহমুদ। তিনি বলেন, মুজিবুর রহমান বরখাস্ত ছিলেন না। তিনি সর্বশেষ সিরাজগঞ্জের বেলকুচি থানা সার্কেলে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS