গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধ একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ।
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধভাবে আঁখি ব্রিকস নামে একটি ভাটা পরিচালনা করে আসছিল। এছাড়া তারা কৃষি জমির মাটি কেটে ইট তৈরি করে আসছিল। খবর পেয়ে ওই ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ইট ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসন।