News Headline :
রাজশাহী কলেজে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিয়ে উচ্ছ্বাস

রাজশাহী কলেজে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিয়ে উচ্ছ্বাস

এবার রাজশাহী কলেজে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে থাকা ম্যুরালটি এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেন শিক্ষার্থীরা।

এতে শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনতা অংশ নেন। ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়ার পর তারা গান বাজিয়ে নেচে নেচে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।

এজন্য শিক্ষার্থী ও জনসাধারণ সকাল থেকেই রাজশাহী কলেজে জড়ো হতে থাকেন।

কেবল রাজশাহী কলেজই নয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসেন শিক্ষার্থীরা। বেলা ২টার দিকে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ এই গানের তালে তালে নেচে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।  

রাজশাহী কলেজে থাকা শেখ মুজিবুর রহমানের এই ম্যুরালটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আবক্ষ ম্যুরাল’ বলে এতদিন দাবি করা হতো। ২৫ ফুট উঁচু ও ২২ ফুট প্রস্থের ম্যুরালটি নির্মাণে ব্যয় হয়েছিল ১০ লাখ ২০ হাজার টাকা। কলেজ প্রাঙ্গণে ম্যুরালটির উদ্বোধন করা হয়েছিল ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর।

এদিকে রাজশাহী কলেজে থাকা ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামের ৪০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রস্থের টেরাকোটাটিও ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওই টেরাকোটায় ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঙালির ঐতিহাসিক দিনের চিত্রসমূহ তুলে ধরা হয়েছিল। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ওই টেরাকোটা থেকে শেখ মুজিবের প্রতিকৃতি তুলে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ২০২১ সালে শিল্পী সৈয়দ মামুন-অর-রশিদকে দিয়ে ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামের এই টেরাকোটা করা হয়েছিল।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS