যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক দূত এলিনর স্যান্ডার্স মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।
ঢাকার ব্রিটিশ হাইকমিশন মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক দূত এলিনর স্যান্ডার্স কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।
তিনি শরণার্থী শিবির ও কর্মীদের সাথে দেখা করেন। রোহিঙ্গা ক্যাম্পে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শন করেন।
যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক দূত এলিনর স্যান্ডার্স ৩ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন। তিনি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সাড়াদান ও সুরক্ষা কার্যক্রম তদারকি করতে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন।
বাংলাদেশ সফরকালে এলিনর স্যান্ডার্সের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজ, মানবাধিকার রক্ষক এবং সংখ্যালঘুগোষ্ঠীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।