শিগগিরই লেবাননে যেতে পারবে বাংলাদেশি কর্মী

শিগগিরই লেবাননে যেতে পারবে বাংলাদেশি কর্মী

লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে। খুব শিগগিরই সেদেশে বাংলাদেশি কর্মীরা আবারও যেতে পারবেন।

লেবানন-ইসরাইল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়।  

গত বছর ৮ আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের লেবাননে গমন না করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে গত বছর ১৩ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে লেবাননে বাংলাদেশি কর্মীদের না যাওয়ার জন্য এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

আর এই সময় থেকেই গত ৬ মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ রয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয়েছে,  লেবাননের যুদ্ধপরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে খুব শিগগিরই লেবাননে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে সে দেশ থেকে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে শুরু করে সরকার। লেবানন থেকে গত বছর ২১ অক্টোবর থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের ফেরত আনা শুরু হয়। এরপর ধাপে ধাপে
১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS