কাউখালীতে হিজড়াকে গলা কেটে হত্যা

কাউখালীতে হিজড়াকে গলা কেটে হত্যা

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় শিলা নামে এক হিজড়াকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে নিজের বাসায় তার মরদেহ পাওয়া যায়।

হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে বলে জানা গেছে।  

পুলিশ সূত্রে জানা গেছে, শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে বাবার বাড়িতে থাকতেন না। অনেক বছর আগে থেকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে এসে বসত গড়েন তিনি। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলেন। বহু বছর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করতেন। তবে চার-পাঁচ বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে তিনি আরেক হিজড়াকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিভিন্ন রকম স্টেজ শো করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন। কিন্তু ছেলেটি মাদকাসক্ত। তাই বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্সের প্রক্রিয়া আদালত অবধি গড়ায়। এর পর থেকে মাঝে মধ্যে সেই ছেলে আসতেন বাসায়। তবে বেশ কিছুদিন ধরে শিলা বেতবুনিয়াতে থাকতেন না, বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন বলে জানা গেছে।  
 
রোববার রাত রাত ১১টার পর হিজড়া শিলার বাসায় অপরিচিত পাঁচ লোককে বাসায় ঢুকতে দেখেন স্থানীয়রা।

সোমবার বিকেলে বাড়ির পাশে থাকা আরেক হিজড়া শিলার কোনো সাড়া শব্দ না পেয়ে সবাইকে খবর দেন। এর পর সবাই দরজা খুলে দেখতে পান তার গলা কাটা মরদেহ বিছানায় পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS