নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। নিহত দুই কিশোর হলো, সাদনান সাফা (১৪) ও লাবিব হাসান সান (১৬)।এ সময় আহত হয়েছে সিয়াম শেখ (১৪) নামে আরেক কিশোর।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দিয়ারকাজীপুর চৌধুরীপাড়া এলাকায় ত্রিমোহনী-মির্জাপুর গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত সিয়ামকে আশঙ্কজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাদনান সাফা জেলার নলডাঙ্গা উপজেলার দিয়ার কাজিপুর (ত্রিমোহনী) গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও লাবিব হাসান সান একই গ্রামের আনিসুর রহমান ডান্ডুর ছেলে। আর আহত সিয়াম শেখ একই গ্রামের সেলিম শেখের ছেলে। তারা তিনজনই সম্পর্কে চাচাতো ভাই এবং বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের শিক্ষার্থী। এদের মধ্যে নিহত সাদনান সাফা অষ্টম শ্রেণি ও লাবিব হাসান সান ১০ম শ্রেণির ছাত্র। আর আহত সিয়াম শেখ একই স্কুলের অষ্টম শ্রেণি ছাত্র।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সাফা, সান ও সিয়াম তিনজন এক মোটরসাইকেলে করে স্থানীয় ত্রিমোহনী বাজার থেকে ত্রিমোহনী-মির্জাপুর গ্রামীণ সড়ক হয়ে দিয়ার কাজিপুর চৌধুরীপাড়া এলাকায় যাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেলটির গতিবেগ বেশি থাকায় ওই সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ইটের পাকা প্রাচীরের সাথে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাবিব হাসান সান মারা যায়। আর সিয়াম ও সাদনান সাফার অবস্থার অবনতি হলে তাদের দু’জনকে আশঙ্কজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে রাতে রাজশাহীর বানেশ্বর এলাকায় মারা যায় সাদনান সাফা। আর সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কজনক বলে জানা গেছে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।