ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এগুলো হলো, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারা পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, স্বাস্থ্য, নির্বাচন ব্যবস্থাসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয়।  

সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ওই সরকার।  

৩ অক্টোবর প্রথম দফায় ছয় কমিশন গঠন করা হয়। এরপর নভেম্বরে বাকি পাঁচটি কমিশন গঠন করা হয়। সেগুলো হলো, গণমাধ্যম সংস্কার কমিশন, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশনের ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS