আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না: নৌ উপদেষ্টা

আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না: নৌ উপদেষ্টা

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু স্থানে সংস্কার করতে হবে। হয়তো আমরা আর বেশি দিন নেই কিন্তু চোরদের নির্বাচিত করবেন না।গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। দুর্নীতি যেন তাদের রক্তের সঙ্গে মিশে গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) ভোলার মনপরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন  লঞ্চঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মনপুরা রামনওয়াজ লঞ্চ ঘাট পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনার সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা  দেশের বাইরে  পাচার হয়ে গেছে, এ টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে  ওদের রক্তের সঙ্গে মিশে গেছে।

বর্তমানে  ১০০ টাকা জিনিস ২০০ -৩০০ টাকায় কিনতে  হয়। এখন  আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওসান কবির হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS