সাইফের আগে টার্গেটে ছিলেন শাহরুখ?

সাইফের আগে টার্গেটে ছিলেন শাহরুখ?

বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে প্রবেশের আগে শাহরুখ খানের মান্নাত ছিলো টার্গেট? সাইফ আলীর আগে আততায়ীর টার্গেটে ছিলেন শাহরুখ খান? পুলিশ সূত্রে খবর তেমনই।

সাইফের ওপর হামলার আগে মান্নতেও নাকি রেকি করেছিল দুষ্কৃতীকারীরা।তবে রেলিংয়ের ওপরে থাকা কাঁটাতারের জন্য শাহরুখের বাসভবনে ঢুকতে পারেনি তারা।

পুলিশ সূত্রে জানা যায়, গেল ১৪ জানুয়ারি মান্নাতের আশেপাশে সন্দেহজনকভাবে একজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। ৬-৮ ফুট উচ্চতার একটি মই ব্যবহার করে পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে পাঁচিলের ওপরে থাকা কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে দুষ্কৃতীকারী। তাই আর মান্নাতে ঢুকতে পারেনি সে।

পুলিশের দাবি, মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা হয়েছিল তা চুরি করে এনেছিল দুষ্কৃতীকারী। লোহার ওই মইটি যথেষ্ট ভারী। তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ।

পুলিশ সূত্রে খবর, ওই মইটি বহনের ক্ষেত্রে আরও কেউ দুষ্কৃতীকারীকে সাহায্য করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীকারীর দলে কমপক্ষে তিনজন ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের।

শাহরুখ খানের পক্ষে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও এফআইআর দায়ের করা হয়নি। যদিও পুলিশ এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS