খুলনায় ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে নাশকতা মামলা

খুলনায় ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে নাশকতা মামলা

খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, ৮ নং ওয়ার্ডের  ইউপি সদস্য খোকন শেখসহ ২৫ জনের নামে নাশকতা মামলা হয়েছে।

মামলায় আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।মামলায় আজিজুর রহমান আজিয়ার নামে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার নাচুনিয়া গ্রামের বাসিন্দা মৃত মহিউদ্দিন মোল্লা ছেলে বিএনপির নেতা মো. আজমির মোল্লা বাদী হয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) তেরখাদা থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করেন।

তেরখাদা থানার ওসি (তদন্ত) মো. জিল্লাল হোসেন মামলা এবং এক আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাচিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম সমির উদ্দিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাইমুল হাসান কল্লোলসহ এজাহার নামীয় ২৫ জন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

এজাহারে মামলার বাদী মো. আজমির মোল্লা অভিযোগ করে বলেন, মামলার আসামিরা বৃহস্পতিবার উপজেলার সাচিয়াদহ বাজারে বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন। এরপর মোটরসাইকেল অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পাতলা বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে এসে সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য খান গিয়াস উদ্দিন আহমেদকে মারপিট করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS