News Headline :
ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি 
ভোজপুরি সিনেমার হার্টথ্রব সুদীপের অকাল প্রয়াণ

ভোজপুরি সিনেমার হার্টথ্রব সুদীপের অকাল প্রয়াণ

না ফেরার দেশে চলে গেলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে। তার পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার।এসময় তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

জানা গেছে, বুধবার সকাল ১১ টায় মুম্বইয়ে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্ডিয়ান ডট কম জানিয়েছে, এই অভিনেতা দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে কেবল মাত্র অভিনেতা হিসেবে নয় প্রযোজক হিসেবেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয় কাজ করেছেন নায়ক।

তার আকস্মিক মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন তার প্রিয়জনরা। মন খারাপ তার ভক্তদেরও।

সামাজিকমাধ্যমে এক ভক্ত লেখেন, ‘আরআইপি… আপনার আত্মার শান্তি কামনা করি। ’ আরেকজন লেখেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন। ’ তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও সুদীপের মৃত্যুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

২০০৭ সালে সালে ভোজপুরি সিনেমা ‘ভোজপুরিয়া ভাইয়া’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন সুদীপ। অ্যাকশন তারকা হিসেবে খুব তাড়াতাড়ি সকলের মনজয় করে নেন। এককথায় বলতে গেলে তিনি ছিলেন ভোজপুরি সিনে-প্রেমিদের হার্টথ্রব।

সুদীপ ‘পেয়ার মে’, ‘বালওয়া’ এবং ‘ধরতি’ র মতো অসংখ্য ভোজপুরি সিনেমাতে কাজ করেছেন। ২০১৯ সালে তাকে হিন্দি সিনেমা ‘ভি ফর ভিক্টর’-এও দেখা যায়। সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’র দ্বিতীয় পর্বের শুটিং শুরু করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS