প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২ পুনমুল্যায়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব খাদিজা তাহেরা ববির সই করা এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।  

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রেস আ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

কমিটিকে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে হবে। অবিলম্বে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়।

অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ প্রণয়ন করে তৎকালীন সরকার।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS