News Headline :
ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি 
খেলার মাঠে ঘাম ঝরাচ্ছেন কেন আলিয়া? 

খেলার মাঠে ঘাম ঝরাচ্ছেন কেন আলিয়া? 

নিন্দুকরা যেই তকমা দিক না কেন, বলিউডে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। এমনকী হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে।

বর্তমানে একাধিক বিগ বাজেট সিনেমা আলিয়ার হাতে। প্রেম, থ্রিলার থেকে রগরগে অ্যাকশন, সব ঘরানার সিনেমাতেই সমান সাবলীল নায়িকা। এবার খেলার মাঠে ঘাম ঝরাতে দেখা গেল আলিয়া ভাটকে। সেই ছবি ভাইরাল হতেই ভক্তদের কৌতূহল, তাহলে কি কোনও অ্যাথলেটের বায়োপিকের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?

সদ্য বলিউডের ‘গাঙ্গুবাই’কে দেখা গিয়েছে অ্যাথলেটের মেজাজে। পরনে স্পোর্টস টি-শার্ট আর শর্টস, হাতে ব়্যাকেট। পিকলবল খেলতে ব্যস্ত আলিয়া। হাসিমুখেই প্রতিদ্বন্দীকে নাস্তানাবুদ করে ছাড়ছেন অভিনেত্রী। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে আলিয়ার নতুন সিনেমা নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়!

ভবিষ্যতের পর্দায় সত্যিই কি কোনও অ্যাথলিটের ভূমিকায় দেখা যাবে আলিয়াকে? সেই উত্তর যদিও অধরা, তবে এদিন রণবীর এবং রাহার সঙ্গে তাকে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায় পিকলবল কোর্টে।

সদ্য সপরিবারে থাইল্যান্ডে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা। বর্তমানে ‘আলফা’ এবং বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া। তার ফাঁকেই ‘সুপারমম’ আলিয়াকে দেখা গেল পিকলবল কোর্টে স্বামী-সন্তানের সঙ্গে খুনসুঁটিতে মাততে। সেখানেও মিষ্টি রাহা নজর কেড়েছে।

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘কুইন’। দ্বিতীয় সিনেমা ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ারের পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে।

বর্তমানে গ্লোবাল স্টার আলিয়া। শুধু অভিনেত্রী হিসেবে নন বরং প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সিংহভাগ প্রযোজকরা যখন বক্স অফিসের নম্বর নিয়ে মাথা ঘামান কিংবা বক্স অফিসের ইঁদুর দৌড়ে শামিল হন, তখন আলিয়া কিন্তু চিরাচরিত পথে হাঁটেন না। প্রযোজক হিসেবে কন্টেন্টকেই রাজার সিংহাসনে বসান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS