শূন্যরেখার সেই কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল!

শূন্যরেখার সেই কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল!

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় নির্মাণ করা কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। ফলে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে সীমান্তে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় দহগ্রাম সীমান্তের সরকার পাড়ায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান ৮ নম্বর পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয়।

সীমান্তবাসী জানান, পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতার সরকার পাড়া সীমান্তে বিএসএফ গত ১০ জানুয়ারি ওই সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে। আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে গোপনে ওই সীমান্তের বাংলাদেশ-ভারত প্রধান ৮ নম্বর পিলারের ৩৭ থেকে ৪৭ নম্বর উপ-পিলার এলাকায় প্রায় দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া হয়। বিএসএফের সহায়তায় লোহার অ্যাঙ্গেলের ওপর ৪ ফুট উচ্চতার এ বেড়া নির্মাণ করে ভারতীয় নির্মাণ শ্রমিকরা। যা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সীমান্ত এলাকায়। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে উত্তেজনাও দেখা দেয়।
দফায় দফায় পতাকা বৈঠকের আহ্বান করেও বিএসএফের সাড়া মেলেনি। ফলে সমস্যাটি অমীমাংসিত থেকে যায়। বেড়াটি নির্মাণের পর থেকে কাঁটাতারের বেড়ার স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করে। সন্ধ্যার পর থেকে উচ্চমান সম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে বিএসএফ। এতে সীমান্তবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

বেড়া নির্মাণের সপ্তাহ না যেতেই সেই বেড়ায় বুধবার মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ সদস্যরা। প্রথম দিকে এসবে বাধা দিলে প্রথমে পিছুহটে বিএসএফ। কিন্তু তারা বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। ফলে নতুন করে সীমান্তে আতঙ্ক বেড়েছে কয়েকগুণ। এটা ভারতীয়দের নতুন কোনো কৌশল হবে বলে আতঙ্কিত সীমান্তবাসী।

স্থানীয় বাসিন্দার ফরিদুল ইসলাম বলেন, বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে এমনি আমরা আতঙ্কে আছি। এর মধ্যে হঠাৎ কাঁটাতারের বেড়ায় মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে। এর মধ্যে আমরা নতুন করে আতঙ্কে পড়েছি।

ওই এলাকার কৃষক জমশের আলী বলেন, আমরা মাঠে কৃষিকাজ করি এর মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে। বেড়া দেওয়ার পর থেকে তাদের টহল জোরদার করেছে। সীমান্তবাসীর নিরাপত্তায় দহগ্রামে বিজিবি ক্যাম্প বাড়ানোর পাশাপাশি টহল জোরদারের দাবি জানান তিনি।
দহগ্রাম সরকার পাড়ার স্থায়ী বাসিন্দার জব্বার আলী বলেন, ভারত জিরো লাইনের কাঁটাতারের বেড়া দেওয়ায় আমাদের চলাচলের খুবই কষ্ট হচ্ছে। যা নিয়ে এমনিতেই আতঙ্কে আছি। তারপরও বেড়ায় এবার ঝুলিয়ে দিয়েছে বোতল। বোতল কেন বা কি কারণে ঝুলিয়ে দিয়েছে, তা নিয়ে আমরা বেশ আতঙ্কিত রয়েছি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদিন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে। তাই তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন। আতঙ্কের কিছু নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS