বলিউডের সঙ্গে দূরত্ব বাড়ার কারণ জানালেন নার্গিস

বলিউডের সঙ্গে দূরত্ব বাড়ার কারণ জানালেন নার্গিস

এক সময় ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো সিনেমার মাধ্যমে পরিচিতি পান নার্গিস ফাখরি। কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে।নার্গিস কেন বলিউড ত্যাগ করেছেন, তা অনুরাগীদের মধ্যে নিয়মিত আলোচনায় উঠে আসে।

সম্প্রতি বলিউড এবং তার ক্যারিয়ারের প্রসঙ্গে মনের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

নার্গিস জানিয়েছেন, বলিউডে কাজের ধরণ দেখে একটা সময় তিনি ক্লান্ত বোধ করেন। পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেছেন নার্গিস।

অভিনেত্রীর কথায়, ‘খুবই অনভিপ্রেত একটা ঘটনার সম্মুখীন হই, যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না। ’

এরই সঙ্গে অভিনেত্রী বলেন, ‘সকলের সঙ্গেই যে এ রকম ঘটে তা নয়। আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে। ’

বলিউডে আইটেম গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন নার্গিস। অভিনেত্রীর কথায়, ‘আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি। শুটিংয়ের আধ ঘণ্টা আগে নাচ শিখে তার পর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল! তারপর সেটে কত কিছু চলে, যেটা হয়তো বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ’

নার্গিসের মতে, ইন্ডাস্ট্রির বাইরে থেকে কেউ এলে, তাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই সেটা মেনে নিতে পারেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS