‘আমার জীবনসঙ্গী নীলয়’, আরও যা বললেন পড়শী

‘আমার জীবনসঙ্গী নীলয়’, আরও যা বললেন পড়শী

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

এই খবর যখন ছড়িয়ে পড়েছে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে, তখন পড়শী আর চুপ থাকতে পারলেন না পড়শী। তিনি নিজের ওয়ালে একটি ছবি পোস্ট করে বিয়ের কথা স্বীকার করেছেন।

পোস্টের ক্যাপশনে পড়শী লেখেন, আস্সালামুআলাইকুম, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ ছবিসহ সবার সঙ্গে ভাগ করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।

এরপর তিনি লেখেন, আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি- এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।

তবে আগেই খবরটি সবাই জেনে যাওয়াই পড়শী কিছুটা বিব্রত বোধ করছেন। এ বিষয়ে তিনি লেখেন, গত বছর ৪ মার্চ , ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।

সবশেষে এই কণ্ঠশিল্পী লেখেন, সব ঠিক থাকলে খুব শিগগিরই নীলয়ের দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS