বাংলাদেশের দূতকে তলবের ঘটনায় যা বললো নয়াদিল্লি

বাংলাদেশের দূতকে তলবের ঘটনায় যা বললো নয়াদিল্লি

ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরুল ইসলামকে তলবের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে  সাউথ ব্লকে তলব করা হয়েছিল।।

সে সময় তাকে জানানো হয়,  বেড়াসহ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ভারত দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সমস্ত প্রটোকল এবং চুক্তি মেনে চলেছে।

ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সে অনুযায়ী কাঁটাতারের বেড়া, সীমান্ত আলো, প্রযুক্তিগত ডিভাইস এবং গবাদি পশুর বেড়া সীমান্ত সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারত প্রত্যাশা করে বাংলাদেশের দ্বারা আগের সমস্ত সমঝোতা বাস্তবায়িত ও  আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পদক্ষেপ থাকবে।

সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরদিন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS