News Headline :
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা ন্যায়বিচারটা দেখতে চাই, ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধান বিচারপতি বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র: প্রেস উইং মোদীর সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গণহত্যা-গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল মা-ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের বিয়ে নিয়ে সমালোচনা ও নতুন স্ত্রীকে নিয়ে যা বললেন তাহসান বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী! বেঙ্গালুরুতে সন্তানদের বিষ খাইয়ে ফাঁস নিলেন দম্পতি ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক
বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!

বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!

বলিউড বাদশা শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন তারা। বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা। তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনো ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ।

শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী?

১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন।

এদিকে শাহরুখ ও গৌরীর সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ।

সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়।

বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS