News Headline :
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা ন্যায়বিচারটা দেখতে চাই, ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধান বিচারপতি বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র: প্রেস উইং মোদীর সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গণহত্যা-গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল মা-ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের বিয়ে নিয়ে সমালোচনা ও নতুন স্ত্রীকে নিয়ে যা বললেন তাহসান বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী! বেঙ্গালুরুতে সন্তানদের বিষ খাইয়ে ফাঁস নিলেন দম্পতি ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক
জামালপুরে আ. লীগের ৮ নেতা কারাগারে

জামালপুরে আ. লীগের ৮ নেতা কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ থানায় ৫টি নাশতার মামলায় মাদারগঞ্জ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।  

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন জেলা এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন।

পরে প্রিজনভ্যানে তাদের কারাগারে পাঠানো হয়। এসময় আওয়ামী লীগের নেতারা স্লোগান দিতে গেলে পুলিশ তাদের আটকে দেয়।  

আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম হোসেন রব্বানী, ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, ৪ নম্বর বালিজুরি ইউনিয়নের সাধারণ সম্পাদক মহির ডাক্তার, মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আতুয়ার রহমান, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, ৭ নম্বর সিদুলী ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাকিব ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পদ ও হাফিজুর মেম্বার।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জামিল হাসান তাপস জানান, বিগত সরকারের আমলে বিভিন্ন নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকা এবং নাশকতাসহ ৫টি মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন তারা। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS