বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন অঞ্জনা

বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন অঞ্জনা

প্রিয় কর্মস্থল বিএফডিসি ও চ্যানেল আইয়ে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সোনালী দিনের নন্দিত অভিনেত্রী অঞ্জনা রহমান। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে চলচ্চিত্রের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং চ্যানেল আই প্রাঙ্গনে অঞ্জানার জানাজা অনুষ্ঠিত হয়।

বিগত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর এই নায়িকাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল।

অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তিনবার পেয়েছেন বাচসাস পুরস্কার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS