মাজারে হামলা করা মানে গুন্ডামি: মান্না

মাজারে হামলা করা মানে গুন্ডামি: মান্না

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা। আর গুন্ডারা তো ভালো মানুষ হতে পারে না।

শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) উদ্যোগে আয়োজিত দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন,  এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত। কারণে অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ হয়েছে। এ দেশটা কীভাবে হলো, কারা করলো, কারা নেতৃত্ব দিলো, মূল নেতা কে, এদেশের স্বাধীনতার ঘোষণা কে দিলো এগুলোর বিতর্ক মিলছে না। এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলে, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন , তারাও একইভাবে মিথ্যা কথা বলে। সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর  সত্য খুঁজতে গবেষণা করলেও, সত্যের কাছে যাওয়া যায় না।   

তিনি বলেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা। আর গুন্ডারা তো ভালো মানুষ হতে পারে না। কিন্তু, হামলা কারা করেছে, সেটা আমি জানি না। কিন্তু, মাজারগুলোতে যারা হামলা করেছে, এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।  

বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) সভাপতি পীর বাশার খান্দানী’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS