News Headline :
মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো জালে পড়বেন না: ড. ইউনূসকে ফারুক স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম নগর ভবনে: আসিফ মাহমুদ মহাখালীতে দোতলা ভবনে অগ্নিকাণ্ড জুলাই আন্দোলনের মিছিলে গিয়ে প্রেম, অবশেষে বিয়ে  অপসাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে: কাদের গনি দুর্নীতিতে ডুবে ছিল হাসিনা সরকারের হাতিয়ার মঈনের সময়ের ‘দুদক’  সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন সচিবালয়কে দালালদের হাটবাজার বানিয়ে ফেলা হয়েছিল: উপ-প্রেস সচিব ‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’ সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নামে কী হয়েছে, জানালেন আসিফ নজরুল
উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো তথ্য জানায়নি কাস্টমস

উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো তথ্য জানায়নি কাস্টমস

কাস্টমস কর্তৃপক্ষ উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো তথ্য জানায়নি বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ২৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করে- মর্মে একটি বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায় ফ্লাইট বিজি-১৪৮। ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের পর স্বর্ণ চোরাচালানে জড়িত সন্দেহে একজন নারী যাত্রীকে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই টিম আটক করে এবং কালো টেপ মোড়ানো অবস্থায় কিছু স্বর্ণবার উদ্ধার করে।  

ওই যাত্রীকে আটকের পর চট্টগ্রামগামী অন্য যাত্রীদের নামার অনুমতি দেওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী নামানোর পরে ঢাকাগামী অন্য যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এবং পরে উড়োজাহাজটি যথারীতি যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে যাত্রা করে।

কাস্টমস কর্তৃপক্ষ উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো পত্র বা ডকুমেন্ট দেয়নি বা এ ধরনের কোনো তথ্য জানায়নি।  

এর আগে সোনা চোরাচালান নিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সোনার বারগুলো উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল। উড়োজাহাজটির কারও সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে এভাবে সোনার বার লুকানোর কথা নয়।

গণমাধ্যমে খবর আসে, জব্দ করা বোয়িং ৭৭৭-ইআর মডেলের উড়োজাহাজটির মূল্য দেখানো হয় এক হাজার কোটি টাকা। এ ঘটনায় বিচারাদেশের জন্য নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন গণমাধ্যমে বলেছিলেন, চোরাচালানের পণ্য বহন করা কাস্টমস আইন অনুযায়ী উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও জবাবদিহির মধ্যে আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS