অবাস্তবতার মুখে, নীরবতাই সেরা জবাব: বুবলী

অবাস্তবতার মুখে, নীরবতাই সেরা জবাব: বুবলী

সুপারস্টার শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছিলেন শবনম বুবলী। এরপর তার সঙ্গে প্রেম ও পরিণয়।তাদের সংসারে এসেছে পুত্র সন্তান। তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

শাকিব খানের আগের স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছেন বুবলীর। যা বিভিন্ন সময়ে তাদের কথা-বার্তায় প্রকাশ পেয়েছে। দুজনই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে।  

কয়েক দিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ, যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।

এখানে অপু বিশ্বাস কারও নাম না নিলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই, বুবলীকে ইঙ্গিত করেই কথাগুলো বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে নীরব ছিলেন এই নায়িকা।  

তবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন বুবলী। এর ক্যাপশন ছিল কিছুটা ইঙ্গিতপূর্ণ, কারণ তার কথায় নীরব থাকাই বড় জবাব। বুবলী লেখেন, অবাস্তবতার মুখে, নীরবতাই সেরা জবাব।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। এরপর বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয় শাকিবের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS