জয়ার জন্য কী উপহার নিয়ে ঘরে ফেরেন অমিতাভ?

জয়ার জন্য কী উপহার নিয়ে ঘরে ফেরেন অমিতাভ?

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। সম্প্রতি স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে পাঁচ দশকের বেশি সময় ধরে সুখের সংসার করছেন।এত বছরেও ভালোবাসা একটুও কমেনি।

সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে বউয়ের জন্য ভালোবেসে কী উপহার নিয়ে যান সেই বিষয়টি জানিয়েছেন অমিতাভ বচ্চন।  

এদিন প্রিয়াঙ্কা নামের এক প্রতিযোগী অমিতাভ বচ্চনকে একাধিক মজার প্রশ্ন করেন। সেখানেই তিনি প্রথমে বলেন, ‘আপনার বাড়ি এত বড়, রিমোট হারিয়ে গেলে কোথায় আর কীভাবে খোঁজেন?’ জবাবে বিগ বি বলেন, ‘সোজা সেট টপ বক্সের কাছে গিয়ে ওটাকে কন্ট্রোল করি। ’

এরপর প্রিয়াঙ্কা অমিতাভকে প্রশ্ন করেন, ‘অধিকাংশ সময় বাড়িতে রিমোট হারিয়ে গেলে খুব অশান্তি হয়। আপনাদের বাড়িতেও কি হয়?’ জবাবে অমিতাভ বলেন, ‘না মা। আমাদের বাড়িতে এসব হয় না। সোফায় দুটো বালিশ আছে, ওর মধ্যেই রিমোট কোথাও আড়াল হয়ে যায়। ’

এদিন অমিতাভ বচ্চনকে আরও একটি প্রশ্ন করেন প্রিয়াঙ্কা। জানতে চান, ‘আমি যখন বাড়ি ফিরি অনেক সময়ই আমার মা আমায় ধনেপাতা বা এটা ওটা নিয়ে আসতে বলে। তো জয়া ম্যামও কি আপনাকে কখনও এমন কিছু বলে?’ উত্তরে অমিতাভ বলেন, ‘হ্যাঁ, একদম বলে। বলে দেয় নিজেকে নিয়ে খালি বাড়ি ফেরো। ’

এরপর কথায় কথায় অমিতাভ বলেন, ‘জয়ার ফুলের মালা খুব পছন্দের। রাস্তায় কোনও বাচ্চা যখন মালা বিক্রি করতে আসে তখন আমি ওদের থেকে কিনি। কখনও সেই ফুলের মালা আমি জয়াকে উপহার দিই তো কখনও আবার গাড়িতে রেখে দিই। ওর জুঁই ফুল ভীষণ পছন্দের। ’

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন ১৯৭৩ সালে সাতপাকে বাঁধা পড়েন। দেখতে দেখতে তাদের বিয়ের ৫১ বছর হয়ে গেছে। তাদের সংসারে দুটি সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন আলো করে রেখেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS