জানা গেল ‘রিকশা গার্ল’ মুক্তির নতুন সময়

জানা গেল ‘রিকশা গার্ল’ মুক্তির নতুন সময়

দেশের প্রেক্ষাগৃহে ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল আমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। কিন্তু করোনার কারণে বদলে যায় সব পরিকল্পনা।এরপর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে সিনেমাটি পেয়েছে প্রশংসা ও পুরস্কার। এটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকরা। সেই অপেক্ষা পালা শেষ হচ্ছে।

দেশের দর্শকের সামনে আসতে চলেছে সিনেমাটি। জানা গেল, ২০২৫ সালের শুরুতেই দেশের হলগুলোতে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’।

সিনেমাটির নির্মাতা অমিতাভ রেজা মুক্তির নতুন সময় উল্লেখ করে বলেন, আমি সিনেমা নির্মাণ করি দর্শককে দেখানোর জন্য। এই সিনেমাটি এরই মধ্যে দেশের বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার আমি এটি দেশের মানুষকে দেখাতে চাই। সে জায়গা থেকে আমরা জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা করেছি। তারিখ এখনও ঠিক হয়নি। তবে সামনের বছর এটি প্রেক্ষাগৃহে আসবে এ বিষয়ে আমরা নিশ্চিত।
 
‘রিকশা গার্ল’ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মাণ করেছেন অমিতাভ রেজা। এর গল্পে দেখানো হয়েছে শিল্পীমনা নারী নাঈমার গল্প। যার ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে নাঈমা রাস্তায় রিকশা নিয়ে বের হন। তাকে সম্মুখীন হতে হয় নানা জটিলতার।  

রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS