‘আত্মগোপনে’ থাকা আ.লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার

‘আত্মগোপনে’ থাকা আ.লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার

অভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধার দিকে নগরের কাষ্টঘর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার বিজিত চৌধুরী নগরের কাষ্টঘর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
 
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। সেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার দলের বেশিরভাগ নেতা-কর্মীও আত্মগোপনে চলে যান। এর ধারাবাহিকতায় বিজিত চৌধুরীও আত্মগোপনে ছিলেন।  

আন্দোলন চলাকালে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট কোতয়ালীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS