জামালপুরে হাসপাতাল-বিএনপি কার্যালয়ে হামলা, প্রধান আসামি শুভসহ গ্রেপ্তার ৫

জামালপুরে হাসপাতাল-বিএনপি কার্যালয়ে হামলা, প্রধান আসামি শুভসহ গ্রেপ্তার ৫

জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা মামলার প্রধান আসামি এম শুভ পাঠানসহ ৫জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ।

এরআগে গত (২২ ডিসেম্বর) গভীর রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। তারা সবাই শহরের বাসিন্দা।

পুলিশ জানায়- গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। সে সময় ঘটনাটি শহরের ব্যাপক আলোড়ন তৈরি করে। এ ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম বলেন, গত ৩০ নভেম্বর হাসপাতালটির পরিচালক ও একজন কর্মচারী পৃথক দুটি মামলা করেন। সেই মামলার তদন্তে রাজধানী থেকে তাকের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামিরা সড়ক পারাপার নিয়ে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় অস্ত্র উদ্ধার করা যায়নি। তবে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS