রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মো. সরওয়ার আলমকে সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী সরওয়ার আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগ দেওয়ার তারিখ থেকে দুই বছর মেয়াদে সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োদ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এই পদে তিনি তথ্য ক্যাডারের আরেক চুক্তিভিত্তিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন।  

তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব (জনসংযোগ) দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ ও কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (যুগ্ম-সচিব) থাকার সময় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS