২০২৫ সালে স্কুলে দুদিন সাপ্তাহিক ছুটি 

২০২৫ সালে স্কুলে দুদিন সাপ্তাহিক ছুটি 

সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে এ শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটির তালিকায় শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।

এছাড়াও, ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার তারিখ জানানো হয়েছে।

২০২৫ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ২৪ জুন, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। একই সময়ে দশম শ্রেণিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ২৭ জুলাইয়ের মধ্যে।

দশম শ্রেণিতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১৬ অক্টোবর। এ পরীক্ষা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল ১০ নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।  

প্রত্যেকটি পরীক্ষা ১২ কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৫ সালের শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যবই বিতরণ করতে হবে।

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এ ছুটি ব্যতীত ২০২৫ সালে মোট ছুটি থাকবে ৭৬ দিন।

প্রকাশিত তালিকায় থাকা ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫ দিন সরকারি-বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

প্রকাশিত শিক্ষাপঞ্জিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো- অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী, নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এক বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

নিজ নিজ বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই তৈরি করতে পারবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না।

তাছাড়া শিক্ষাপঞ্জিতে উল্লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। এসএসসি পরীক্ষার সময়ে পরীক্ষার কেন্দ্র ছাড়া অন্যান্য বিদ্যালয়ে যথারীতি ক্লাস চালু রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS