News Headline :
অভ্যুত্থানকে একটি মহল স্বাধীনতার ওপর স্থান দেওয়ার চেষ্টা করছে: হাফিজ ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না জামায়াত’ খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কক্সবাজারে গুলি করে হত্যা ‘জুলাই ঘোষণাপত্র’ সরকার দেবে না, হবে সবার ঐকমত্যে: মাহফুজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ-বদলি-শৃঙ্খলায় তিন কমিটি গ্রেপ্তারের পর পালালেন সাবেক ওসি শাহ আলম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা ন্যায়বিচারটা দেখতে চাই, ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধান বিচারপতি বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র: প্রেস উইং মোদীর সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
আবারও সিনেমার গানে লুইপা

আবারও সিনেমার গানে লুইপা

এই প্রজন্মের শিল্পীদের মধ্যে লুইপার এক অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। লুইপার কন্ঠে বেশকিছু আধুনিক গান জনপ্রিয়তা পেয়েছে।তবে সিনেমায় তার গানের সংখ্যা একেবারেই কম।

সেরাকন্ঠ’খ্যাত লুইপা প্রথম প্লে-ব্যাক করেন রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমায়। রবিউল ইসলাম জীবনের লেখা ও ইমন চৌধুরীর সুর করা ‘ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে হারিয়ে গেলাম’ গানটি। সিনেমায় লুইপার দ্বিতীয় গান সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ‘পাগল মন’ গানটি। গানটি লিখেছেন আহমেদ কায়সার, সুর করেছেন আশরাফ উদাস। নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানটিতে লুইপার সহশিল্পী ইমরান মাহমুদুল।

তৃতীয়বারের মতো লুইপা সিনেমায় প্লে-ব্যাক করেছেন এসডি রুবেলের নির্মাণাধীন সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেলের লেখা ও সুর করা ‘রাতের আকাশ’ গানটিই এই সিনেমার অন্যতম আকর্ষণ। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে লুইপার সহশিল্পী এসডি রুবেল।

লুইপা বলেন, আমার প্রথম প্লেব্যাক ধীরে ধীরে’র জন্য অনেক সাড়া পাই। বলা যায় গানটি আমার মনের মতো একটি গান। তবে সিনেমায় আমার গানের সংখ্যা খুব কম। অথচ আমার প্রবল ইচ্ছে সিনেমাতে প্লেব্যাক করার। আমার বিশ্বাস সিনেমাতে আরও গান গাওয়ার সুযোগ পেলে শ্রোতা দর্শককে আরও ভালো ভালো গান উপহার দিতে পারবো আমি।

এসডি রুবেল বলেন, লুইপার কণ্ঠটা অসাধারণ। তার কণ্ঠে ভীষণ মায়া এবং আবেগ আছে। তাকে নিয়ে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। আগামীতেও তাকে নতুন গান করার ইচ্ছে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS