ঘূর্ণিঝড় ‘মোখা’: যুক্তরাষ্ট্রের ১১ নম্বর সতর্কতা সংকেত

ঘূর্ণিঝড় ‘মোখা’: যুক্তরাষ্ট্রের ১১ নম্বর সতর্কতা সংকেত

ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে ১১ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের ‘যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র’। 

ইউ এস নেভির এনএমওসি ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি বলছে, ঘূর্ণিঝড়টি (মোখা) দ্রুত গতিতে তীব্র আকার ধারণ করেছে। ‘অ্যানিমেটেড ইনহ্যান্সড ইনফ্রারেড’ স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, এর  চোখের আয়তন প্রায় ১৯ ন্যানোমিটার এবং কেন্দ্রের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস। যা প্রচণ্ড শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

অতিপ্রবল অবস্থায় ঘূর্ণিঝড় মোখা বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা নাগাদ এটি উপকূল অতিক্রম করবে। কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে বাংলাদেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS