মোল্লা কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা: পুলিশ

মোল্লা কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা: পুলিশ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। এমন আশ্বাস দিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল চারটার দিকে কলেজের সামনে শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।

উপ-কমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন বলেন, আমি এটিকে দুর্ঘটনা বলবো না। একটি অবৈধ সমাবেশের মাধ্যমে কয়েক হাজার ছাত্রবেশী সন্ত্রাসী, যারা এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, তারা সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে।  

তিনি বলেন, আমরা সীমিত পুলিশ সদস্য প্রথমে যাত্রাবাড়ী চৌরাস্তায় তাদের আটকে দেওয়ার চেষ্টা করি। তারা আমাদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে লাঠিসোটা নিয়ে, সঙ্গে জনতা একত্রিত হয়ে এ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়।

তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করেছি। আমরা বিভিন্ন তলার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছি। এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে। যা খুবই ন্যক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা মনে করি।

উপ-কমিশনার (ডিসি) বলেন, আমরা এই ধরনের কোনো ঘটনা আর বরদাশত করবো না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আমরা ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসব। এ ঘটনায় মামলা হবে এবং পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়াগুলো আছে সেগুলোতে আপনারা (এলাকাবাসী) সহযোগিতা করবেন।

সোমবার দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কয়েকশ শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান।  

ভাঙচুর ও লুটপাটের পর দুপুর একটার দিকে সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS