গেল কয়েক সপ্তাহে চলচ্চিত্রের গানের পাশাপাশি কয়েকজন গায়ক-গায়িকার গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। আজ শুক্রবার দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে কোন গানগুলো, একনজরে দেখে নিতে পারেন ট্রেন্ডিংয়ে থাকা গানগুলো।
বাংলাদেশ ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে ‘স্ত্রী টু’ ছবির ‘আজ কি রাত’ শিরোনামের গান। কয়েক সপ্তাহ ধরে গানটি তালিকার ১ নম্বরে আছে। ৪ সপ্তাহ আগে ইউটিউবে আপলোড হওয়া গানটির সংগীত পরিচালক শচীন-জিগার। অমিতাভ ভট্টাচার্যের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী, দিব্য কুমার ও শচীন-বাগচী। পর্দায় গানটিতে দেখা গেছে তামান্না ভাটিয়া, পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাওকে।
২ / ১০
তালিকার ২ নম্বরে রয়েছে ‘তুমি আমার আপন হইলা না’ শিরোনামের এই গান। মিউজিক ভিডিও আকারে প্রকাশিত গানটি এ বি বাবুর লেখা ও সুরের আর গানটিতে কণ্ঠ দিয়েছেন ঝিনুক, সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল।
৩ / ১০
‘দরদ’ সিনেমার ‘জিসম ম্যয় তেরে’ শিরোনামের গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ের ৩ নম্বরে আছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের মোহাম্মদ ইরফান। পর্দায় গানটিতে দেখা গেছে শাকিব খান ও সোনাল চৌহানকে। ১০ দিন আগে গানটি প্রকাশিত হয়েছে।ছবি: ফেসবুক
৪ / ১০
হানি সিংয়ের গাওয়া ‘পায়েল’ গানটি ট্রেন্ডিংয়ের ৪ নম্বরে আছে। এই গানের ভিডিওতে দেখা গেছে হানি সিংকে। সঙ্গে আরও আছেন নোরা ফাতেহি। তিন দিন আগে প্রকাশিত এই গান প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে।
৫ / ১০
‘লুট লে তু’ শিরোনামে ‘দরদ’ সিনেমার হিন্দি ভাষার এই গান ট্রেন্ডিংয়ে ৫ নম্বর রয়েছে। আরাফাত মেহমুদের কথা ও সুরের এই গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। সাত দিন আগে গানটি প্রকাশিত হয়েছে। পর্দায় এই গানে দেখা গেছে শাকিব খান ও সোনাল চৌহানকে।
৬ / ১০
১০ দিন আগে প্রকাশিত হয়েছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবির ‘আমি যে তোমার ৩.০’ গানটি। গানটি ট্রেন্ডিংয়ের ৬ নম্বরে আছে। শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানের সংগীত পরিচালক আমল মালিক, গীতিকার সমীর। শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান।
৭ / ১০
ট্রেন্ডিং তালিকায় ৭ নম্বরে আছে ‘ওরে পাগল মন’ গানটি। ‘দরদ’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে গানটি তৈরি করা হয়েছে। স্যাভির সুর-সংগীতায়োজনে ও জালাল চৌধুরীর লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নোবেল। ৭ দিন আগে গানটি টাইগার মিডিয়ার ইউটিউবে প্রকাশিত হয়েছে।
৮ / ১০
দুই সপ্তাহ আগে প্রকাশিত ‘আমায় ছাইড়া যাইওনা না’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। দ্বৈত কণ্ঠের এই গান গেয়েছেন সুলতানা মিম ও জাহিদ।
৯ / ১০
‘টিকটকের ছেলেদের প্রেমে পড়ো না’ শিরোনামের গানটি আছে ৯ নম্বরে। ক্যামেলিয়া আফরিনের গাওয়া এই গানের সুর সংগৃহীত। এক সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে।
১০ / ১০
ট্রেন্ডিং তালিকায় ১০ নম্বরে আছে ‘দরদ’ ছবি ‘জিন্দেগি তুঝছে’ শিরোনামের গানটি। রাজ বর্মণের গাওয়া এই গানের কথা ও সুর করেছেন আরাফাত মেহমুদ। ৪ দিন আগে গানটি প্রকাশিত হয়েছে। এই গানেও পর্দায় গেছে শাকিব খান ও সোনাল চৌহানকে।