আমরা শুধু গাছটা কাটতে পেরেছি, শেকড় এখনও উৎখাত করতে পারিনি: ক্রীড়া উপদেষ্টা 

আমরা শুধু গাছটা কাটতে পেরেছি, শেকড় এখনও উৎখাত করতে পারিনি: ক্রীড়া উপদেষ্টা 

টাঙ্গাইল: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠেছে তার ভীত অনেক গভীরে। আমরা শুধু গাছটা কাটতে পেরেছি, কিন্তু তার শেকড় এখনও উৎখাত করতে পারিনি, সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।

সেই শিক্ষা মাওলানা ভাসানী আমাদের দিয়েছেন। সেই পথ আমাদের দেখিয়েছেন। কীভাবে সে লড়াই চালিয়ে যেতে হবে, সেই রাস্তা তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সেটি অনুসরণ করতে চাই এবং লড়াইয়ে সফলকাম হতে চাই।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আসিফ বলেন, শিক্ষার্থী ও যুবকরা যাতে পড়াশোনার পাশাপাশি খেলায় ফিরতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দেশের যেসব স্টেডিয়াম সংস্কার করা প্রয়োজন, সেগুলো সংস্কার করে ব্যবহারযোগ্য করা হবে।

উপদেষ্টা বলেন, বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের নয়টি স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা কখনও কখনও হতো। কয়েকটা আছে, যেগুলোতে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহারযোগ্য করা হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। যাতে তারা প্রান্তিক পর্যায়ে খেলাধুলা পৌঁছে দেয়। আগের মতো যেন খেলাধুলা চলে, তরুণরা যাতে অংশ নেয়, সেটিও নিশ্চিত করা হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আসিফ বলেন, আমলারা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন।
আমরা মনে করি, তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই সেবাটা যেন জনগণকে তারা দেন। প্রভুত্বমূলক জায়গায় না থেকে জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে হবে। তথ্যের ঘাটতি এবং প্রয়োজনে কর্মকর্তাদের যে পাওয়া যায় না- এ বিষয় নিয়ে আমরা কাজ করব। তারা যেন জনগনের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবাটা দেন। কেউ যেন বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাকে পাওয়া যায় না। আমরা কর্মকর্তাদের আরও বেশি জনসম্পৃক্ত হতে বলেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS