মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ফের গোলাগুলি, আহত ৪

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ফের গোলাগুলি, আহত ৪

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প (বিহারি ক্যাম্প) এলাকায় মাদককারবারি দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

পুলিশ বলছে, গোলাগুলির ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ আছেন।

শনিবার (২৬ অক্টোবর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী জানান, সন্ধ্যার পরপরই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদককারবারি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটে। বর্তমানে জেনেভা ক্যাম্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, জেনেভা ক্যাম্পে মাদককারবারি চুয়া সেলিম ও বুনিয়া সোহেল এই দুই গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

এদিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় সংঘর্ষের ঘটনায় রহমত সাজ্জেন ওরফে রহমত (১৩) নামে এক কিশোর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে।

আহত কিশোরের মা জয়নব বেগম জানান, তার ছেলে জেনেভা ক্যাম্প এলাকায় পানি আনতে যাওয়ার সময় সেখানে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়। এছাড়া এই সংঘর্ষের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তারা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এর আগে ২৪ অক্টোবর বেলা ১১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. ওমর ফারুক (২০) নামে এক যুবক আহত হন। এ ছাড়া ৪ সেপ্টেম্বর এবং ৬ আগস্ট পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়।

ক্যাম্পের মাদক কারবার নিয়ন্ত্রণ ঘিরে এসব গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটি গ্রুপ আরেকটি গ্রুপ থেকে মাদক কারবার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS