News Headline :
সোনা-রুপার দামে টানা রেকর্ড, ভরিতে বাড়ল ১৬ হাজার নিজের পদত্যাগের খবরকে গুজব বললেন গভর্নর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও এক মাস পরিকল্পনার ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও জনসমর্থন পাব নারী ক্ষমতায়নে খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়: সেলিমা রহমান শেরপুরের ঘটনায় পুলিশসহ গোটা প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ : জামায়াত নারীর সঙ্গে বসতেই অস্বস্তি হলে প্রতিনিধিত্ব করবেন কীভাবে: প্রশ্ন ডা. মনীষার শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন নির্বাচন সামনে রেখে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য ভারতে আটক থাকা ১২৮ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো বাংলাদেশ
‘প্রিয়তমা’য় শাকিবের লুক ভাইরাল, সমালোচকরাও করছেন প্রশংসা

‘প্রিয়তমা’য় শাকিবের লুক ভাইরাল, সমালোচকরাও করছেন প্রশংসা

কোরবানির ঈদে মুক্তি টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’। বুধবার প্রথমদিনের শুটিংয়েই ছবিটির একটি লুক প্রকাশ করে সাড়া ফেলে দিয়েছেন শাকিব! রাত আটটায় তিনি তার ফেসবুকে লুক ছাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মুখভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি, ময়লা পোশাক আর অগোছালো চেহারায় লম্বা চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট; শাকিবের নতুন এই লুকটি দেখে লুফে নেয় তার ভক্তরা। তার ফ্যান ক্লাব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ইউটিউবে এই লুক নিয়ে রীতিমত ঝড় উঠে যায়। প্রত্যেকেই প্রশংসা করছেন এমন লুকের!

‘প্রিয়তমা’ বানাচ্ছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ, আর পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। নির্মাতা জানিয়েছেন, শাকিব খানকে তিনি নতুন লুকে হাজির করবেন। লুক থেকে বোঝা যাচ্ছে, তিনি তাই করছেন। শাকিবের প্রিয়তমা’র এই লুক দেখে সমালোচকরাও প্রশংসা করে বলছেন, প্রিয়তমা দিয়ে কোরবানির ঈদে বাজিমাৎ করতে পারেন শাকিব খান।

শুটিংয়ের প্রথমদিনে শাকিবের প্রিয়তমা লুক দেখে বেশ কিছু সিনেমা হল সেই লুকটি শেয়ার করে শাকিবের প্রশংসা করেছে। গাইবান্ধার রোমা, কিশোরগঞ্জের রাজ, মেহেরপুর সিনেমা হল, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা থেকে পোস্ট করে জানায়, প্রতিটি সিনেমা হলেই ঈদে ‘প্রিয়তমা’ চলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS