বাংলাদেশ জলসীমায় ইলিশ ধরায় ৪৮ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় ইলিশ ধরায় ৪৮ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে তিন ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনীর টহল দল।

এদিন রাতেই ট্রলারে পাওয়া ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করা হয়।

নৌবাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। টহলরত নৌবাহিনীর সদস্যরা ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে বাংলাদেশ সমুদ্রসীমাতেই আটক করে। বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলার নৌবাহিনীর দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে তিন লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে শুক্রবার সকালে ট্রলার ও আটক জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ইলিশের প্রজনন রক্ষায় নদীতে ডিম ছাড়ার সুযোগ করে দিতে ১২ অক্টোবর রাত ১২টা থেকে ২২ দিনের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমা ও দেশের নদীগুলোতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS