গুমের অভিযোগ দায়েরের সময় বাড়ল

গুমের অভিযোগ দায়েরের সময় বাড়ল

গুমের অভিযোগ দায়েরের সময়সীমা দ্বিতীয় দফায় আরও সাত দিন বাড়ানো হলো। গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে অভিযোগ দায়ের করা যাবে ১৭ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার (০৮ অক্টোবর) কমিশন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা ১০ অক্টোবর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

গত ২৭ আগস্ট ওই কমিশন গঠন করে সরকার। কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী অভিযোগ জানাতে পারবেন। সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ জানানো যাবে।

এ ছাড়া ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি, ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: edcommission.bd@gmail.com।

অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS